কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফরিদপুরে তিন পুলিশসহ ২৯ জনের করোনা শনাক্ত

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ জুন ২০২০, ২২:০৪

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় তিন পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৮ জন। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, নতুন করে যে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গা উপজেলায় ১১ জন, বোয়ালমারীতে ছয়জন, ফরিদপুর সদরে চারজন, সালথায় তিনজন, চরভদ্রাসন ও মধুখালীতে দুজন করে এবং নগরকান্দায় একজন। আক্রান্তদের মধ্যে সাতজন নারী, অন্যরা পুরুষ। তিনি বলেন, ২৯ জনের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে শুক্রবার ফরিদপুর ও গোপালগঞ্জের ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। এর মধ্যে ফরিদপুরে ২৯ জন, গোপালগঞ্জের আছেন ২৬ জন এবং রাজবাড়ীর একজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও