কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শূন্যরেখায় মিয়ানমারের গুলিবর্ষণ, বিজিবির প্রতিবাদ

সমকাল প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৮:৩৩

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু শূন্যরেখার কাছাকাছি ব্যাপক গুলিবর্ষণ করছে মিয়ানমার। এতে কোনারপাড়া শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গারা ভয়ের মধ্যে রয়েছে। মিয়ানমার বলছে, তারা নিজেদের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করেছিল। এ ঘটনায় সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।

শুক্রবার বেলা ৩ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে সীমান্তের শূন্যরেখায় গুলিবর্ষণের ঘটনায় ঘটেছে। এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে, সেদেশে অভ্যান্তরে ৫’শ গজ ভেতরে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি যৌথভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছিল। সেই অভিযানের জন্য তারা গুলি চালায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও