কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস: কানাডায় বর্তমান ও আগাম পরিসংখ্যান

সমকাল প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১২:৫৫

কানাডায় বর্তমানে ঝুঁকি থাকা সত্বেও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। অর্থনৈতিক চাকা সচল রাখার জন্যই এ পরিকল্পনা। যদিও এখনও অনেকেই বাড়িতে থেকে অফিস করছেন। তবে তা ধীরে ধীরে শিথিল হচ্ছে।

মসজিদগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে তা নির্দিষ্ট সংখ্যক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। গত দুই মাসের তুলনায় লোকজন এখন ঘর থেকে বাইরে বের হচ্ছে বেশি। প্রচুর সংখ্যক লোক ও গাড়ির সমাগম ঘটেছে রাস্তাঘাটে। বিভিন্ন অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে।

কানাডায় এখন গ্রীষ্মকাল থাকায় অনেকেই সতর্কতার সঙ্গে বের হচ্ছে বিভিন্ন পার্ক ও রাস্তায়। যদিও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কানাডায় দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩হাজার ৭২৬ জন, মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৩৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও