কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্পেনে প্রবাসীদের মাঝে ভালিয়েন্তে বাংলার খাদ্য সহায়তা অব্যাহত

বার্তা২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১২:৪৮

স্পেনে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

প্রবাসীদের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং মাদ্রিদে ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে তাদের সদস্য ও উপদেষ্টাদের মুখ্য সহায়তায় বাঙালিপাড়ার সুপরিচিত মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ অভিবাসী বাংলাদেশিদের জন্য পঞ্চম দফায় ‘ফ্যামিলি ফুড ব্যাগ’ বিতরণ শুরু করেছে ৪ জুন।

যারা সাময়িকভাবে রোজগার বঞ্চিত, বিশেষ করে কাগজপত্র ছাড়া অবৈধভাবে স্পেনে আছেন এবং বর্তমান পরিস্থিতিতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, করোনার এ সংকট শুরু হওয়ার পর থেকেই তাদের সহযোগিতায় ভালিয়েন্তে বাংলা এ কার্যক্রম পরিচালনা করছে। এ সহায়তা প্রকল্পের আওতায় যারা কর্মহীন বা খাদ্যসংকটে রয়েছেন, তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তা ছাড়া যে কোনো দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশির জন্যও প্রকল্পটি কাজ করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে