কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুনঃপ্রক্রিয়াজাত সাবান থেকে নিম্নআয়ের মানুষের সুরক্ষা সামগ্রী

সময় টিভি প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১২:২৭

করোনা মহামারীতে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সাবান ও জীবাণুনাশক কিট তুলে দিচ্ছে হংকংয়রে একদল স্বেচ্ছাসেবী। বিভিন্ন হোটেল থেকে ফেলে দেয়া সাবান সংগ্রহ করে এগুলো পুনঃপ্রক্রিয়াজাত করে হংকং ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে এ কার্যক্রম পরিচালনা করছেন তারা।

পাঁচতারকা হোটেল থেকে গেস্টদের ফেলে যাওয়া সাবান সংগ্রহ করছেন একদল তরুণ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হোটেলে গেস্টদের ব্যবহৃত এবং ফেলে দেয়া সাবান সংগ্রহ করছেন একটি বেসরকারি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। উদ্দেশ্য এই সাবান পুনঃপ্রক্রিয়াজাত করে সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌঁছে দেয়া। প্রতিবছরই হাজার হাজার ব্যবহৃত সাবান ফেলে দেয়া হয় হংকংয়ের হোটেলগুলো থেকে। ফেলে দেয়া সব সাবান পুনঃপ্রক্রিয়াজাত করে হংকংসহ পুরো এশিয়ার নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেয়া হয়।

স্বেচ্ছাসেবীদের একজন বলেন, হোটেল ব্যবসায় সাবানের অপচয় বড় সমস্যা। হোটেলে যেসব গেস্ট থাকেন, তারা যাওয়ার সময় সাবান নিয়ে যান না। আমরা সাবান পুনরায় ব্যবহারের চুক্তি করি হোটেলগুলোর সাথে। এটা টেকসই উন্নয়নের জন্য জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও