কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কভিড-১৯ টিকা যেকোন সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: বিল গেটস

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১২:০০

নভেল করোনাভাইরাস সৃষ্ট প্রাণঘাতী রোগ কভিড-১৯ আজ গোটা পৃথিবীকে বিধ্বস্ত করেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৬৫ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে ৩ লাখ ৮৬ হাজারেরও বেশি। হাতেগোনা কয়েকটি ছাড়া অধিকাংশ দেশই এই মহামারীর বিরুদ্ধে লড়ছে। তবে এ লড়াই বড্ড একপেশে। ভাইরাসটির কাছে মানবজাতি আসলে অসহায়। এ মুহূর্তে টিকার খুব প্রয়োজন। আমেরিকান ধনকুবের বিল গেটসও টিকা নিয়ে আকুতির কথা জানালেন। পাশাপাশি এ মানবহিতৈষী ব্যক্তি বলেছেন, ভবিষ্যতে করোনাভাইরাসের সফল টিকা পাওয়া গেলে তা যেন বিশ্বের সব মানুষ সমানভাবে পায়।

বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয় ‘ভার্চুয়াল ভ্যাকসিন সম্মেলন’, যা সামনে রেখে বিবিসির সঙ্গে কথা বলেছেন গেটস। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ধনাঢ্য ব্যক্তি ও নামী কোম্পানির কাছে টিকা কর্মসূচির জন্য ৭৪০ কোটি ডলার তহবিল চাইবে ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি।

এ নিয়ে গেটস বলেন, টিকার জন্য সাহায্য করা অন্য যেকোনো সময়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ডোনেশনের অর্থ ‘আমরা আরো বেশি মানুষকে বাঁচাতে পারব’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও