কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার তাণ্ডবের মাঝে ক্রিকেট ফিরিয়ে এনে চমক দেখালো থ্রি লায়নরা

সময় টিভি প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৭:৩১

করোনার আতঙ্কের মাঝে ইংল্যান্ড দেশে মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের  সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা। ইংলিশদের এই সাহসিকতা দেখে অন্য দেশগুলোও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করবে বলে বিশ্বাস তাদের। সেই সাথে লম্বা সময় পর খেলা ফেরায় ক্রিকেটপ্রেমীরা দারুণ উপভোগ করবে বলেও জানান তারা।  

তারা ক্রিকেটের জনক। গেলো বিশ্বকাপ চ্যাম্পিয়নও  তারা । বর্তমান সময়ের তিন ফরম্যাটের অন্যতম সেরা থ্রি লায়নের দল ইংল্যান্ড।  বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে বোতলবন্দী ক্রিকেট। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ক্ষতিগ্রস্ত অন্য দেশগুলোর মতো ইংল্যান্ডও। এ মহাদুর্যোগের পর বিশ্বে প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিশ্চিত করেছে ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ড।

করোনার তাণ্ডবের মাঝে এই খবর অনেকটাই চমক। তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের এই সাহসী উদ্যোগকে দারুণ সাধুবাদ জানিয়েছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা।  ক্রিকেটপ্রেমীরা সবসময়ই উন্মুখ হয়ে থাকে খেলার মাঠের জমজমাট লড়াই দেখার। তবে, এবারের এই চিত্র পুরোই ভিন্ন, দর্শকশূন্য মাঠেই লড়বেন থ্রি লায়ন আর ক্যারিবিয়ানরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও