কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পানশালায় ককটেল বানাতে ব্যস্ত রোবট

ইত্তেফাক প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৬:২৮

পানশালায় গেলেই চোখে পড়বে উপর থেকে উল্টো করে ঝুলানো ২৫টি বোতল। আর এ সব বোতল থেকে বিভিন্ন ধরনের অ্যালকোহল নিয়ে ককটেল বানাচ্ছে এক রোবট। পাশেই আরেক রোবট ছুরি আর আইসপিক হাতে ব্যস্ত বরফের বল বানাতে। আর এতে মানব বারটেন্ডারের যে সময় লাগে, তার অর্ধেক সময়ের মধ্যে বল তৈরি করছে রোবটটি।

দক্ষিণ কোরিয়ার ক্যাফে ও পানশালাগুলোতে দেখা গেছে এমন চিত্র। করোনা ভাইরাস কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারের বেঁধে দেওয়া ‘দৈনন্দিন জীবনে দূরত্ব’ মেনে কাজ করছে প্রতিষ্ঠানগুলো।

ছয় ফুট লম্বা রোবো বারটেন্ডার ‘কাবো’ হুইস্কি বা ককটেলের জন্য বরফের বল তৈরি করতে করতে বলছে, ‘এটা দেখতে পাচ্ছেন? সুন্দর করে বানানো এক বরফের বল। এই নিন ঠাণ্ডা হুইস্কি উপভোগ করুন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও