কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় সুশাসন

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০১:০২

মানুষের জন্য সবুজ পরিবেশের প্রয়োজনীয়তা এবং জীবজগৎ ও প্রকৃতির সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর ১৯৭৪ সাল থেকে ধরিত্রীর প্রাকৃতিক পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ কমিয়ে পৃথিবীকে বসবাসের উপযোগী রাখতে সক্রিয় ভূমিকা পালনে মানুষকে উৎসাহিত করতে প্রতি বছর পরিবেশ দিবস পালন করা হয়। ইন্টার গভর্মেন্টাল সায়েন্স-পলিসি প্লাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেসের (আইপিবিইএস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, কয়েক দশক ধরে প্রায় এক মিলিয়ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির মুখোমুখি হচ্ছে। তাই প্রতি বছরের ন্যায় এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০২০-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জীববৈচিত্র্য’। এ দিবসের মাধ্যমে ক্রমবর্ধমান জীব প্রজাতির বিলুপ্তি ও প্রাকৃতিক পরিবেশের অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, জীববৈচিত্র্য পৃথিবীতে প্রাণের এবং মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রধান অবদান রাখে। কিন্তু নির্বিচারে বন ও জীববৈচিত্র্য ধ্বংস, মনুষ্যসৃষ্ট দাবানল, উপর্যুপরি একের পর ঘূর্ণিঝড়ের আঘাত, পঙ্গপালের ধ্বংসাত্মক আক্রমণ এবং বিশ্বব্যাপী নির্বিচারে প্রাণের বাসস্থান ধ্বংসের ফলে বিশ্বব্যাপী কভিড-১৯ ভাইরাসজনিত মহামারীর প্রাদুর্ভাবে অসংখ্য মানুষের জীবন হুমকির পরিপ্রেক্ষিতে এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিশ্ববাসীর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত