কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফরিদপুরে একদিনে র‌্যাব-পুলিশসহ ৪৭ জন করোনায় আক্রান্ত

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ জুন ২০২০, ২২:৩৭

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪২৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে নতুন করে যে ৪৭ তাদের মধ্যে সদরের ১৯, ফরিদপুর সদরপুরে ১০, চরভদ্রাসনে ৫, নগরকান্দায় ৩ জন এবং ভাঙ্গা, সালথা ও মধুখালীতে একজন করে।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুলিশ ও একজন র‌্যাব-৮ এর সদস্য রয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৭০ জনের। এর মধ্যে ফরিদপুরে ছয়টি পুরাতনসহ মোট ৪৭ জন, গোপালগঞ্জ ২৩।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও