কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাচোলে ২৫ মেট্রিক টন গমসহ ট্রাক জব্দ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৫:০২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাদ্যগুদামে অবৈধভাবে গম ঢোকানোর সময় ২৫ মেট্রিক টন গমসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা এ অভিযান চালায়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা এ অভিযান চালায়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা জানতে পারে কতিপয় অসাধু ব্যবসায়ীদের যোগসাজসে নওগাঁ জেলার সাপাহার খঞ্জনপুর এলাকা থেকে নিম্নমানের গম ভর্তি একটি ট্রাক নাচোল খাদ্য গুদামে প্রবেশ করবে।

গোপন তথ্যের ভিত্তিতে উক্ত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বুধবার রাত সাড়ে ৮টার দিকে খাদ্য গুদামের প্রবেশ পথে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে খাদ্য গুদামে অবৈধভাবে গম ঢোকানোর সময় ২৫ মেট্রিক টন গমসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৬২৫) জব্দ করা হয়। পরে গম জব্দের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে অবহিত করা হলে তিনি নাচোল থানা পুলিশের একটি দলকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এসময় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারসহ গোয়েন্দা সংস্থার দলটি নাচোল মিল মালিক সমিতির সভাপতির অটো রাইস মিলে অভিযান চালায় এবং সেখান থেকে সরকারি ২৩১ বস্তা চাল ও সরকারি চালের খালি ৯২২টি বস্তা উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও