কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজেটের মূলমন্ত্র হোক অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্বাস্থ্য খাতের উন্নয়ন

বণিক বার্তা প্রকাশিত: ০৪ জুন ২০২০, ০১:০০

এবারের বাজেট প্রণয়ন হতে যাচ্ছে এক ভিন্ন আঙ্গিকে। করোনা মহামারীতে সারা বিশ্ব আজ এক বিরাট সংকটের মুখোমুখি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশে বর্তমানে ৫৫ হাজারের ওপরে মানুষ আক্রান্ত হয়েছে এবং সাত শতাধিক মানুষ এ পর্যন্ত মারা গেছে (৩ জুন, ২০২০ পর্যন্ত)। মে মাসের শেষ দিকে মোট টেস্টিংয়ের ২০-২২ শতাংশ আক্রান্তের হার দেখা গেছে। তবে হিসাবটি বর্তমানে যে পরিমাণে টেস্টিং হচ্ছে, তার ওপর নির্ভর করে বলা হচ্ছে। বাংলাদেশে টেস্টিংয়ের হার ১ শতাংশেরও অনেক নিচে। টেস্টিং বাড়ালে আক্রান্তের হার আরো বাড়ত বলে ধারণা করা যায়। টেস্টিং কম হওয়ার কারণও পরিষ্কার। টেস্টিং ল্যাবের অপ্রতুলতা, প্রশিক্ষিত টেকনিশিয়ান ও ডাক্তারের অভাব কম টেস্টিংয়ের মূল কারণ। অন্যদিকে করোনা আক্রান্তদের জন্য (মোটামুটিভাবে মোট আক্রান্তের ২০ শতাংশের জন্য) যতটুকু স্বাস্থ্যসেবা (হাসপাতাল বেড, আইসিইউ, ভেন্টিলেটর ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ) নিশ্চিত করা দরকার ছিল, তাও আমরা করতে পারিনি। এটি অনেক দেশও করতে পারেনি। কিন্তু করোনা মহামারীর কারণে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার এক বেহাল চিত্র ফুটে উঠেছে। আমরা উপজেলা পর্যায়ে পর্যন্ত হাসপাতাল তৈরি করেছি, কিন্তু তাতে স্বাস্থ্যসেবার ন্যূনতম সুবিধাও অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যায়নি। করোনা মহামারী আমাদের স্বাস্থ্য খাতের বেহালকে নগ্নভাবে তুলে ধরেছে। ঐতিহাসিকভাবে দুর্নীতিতে ভারাক্রান্ত এবং অদক্ষতা ও অবহেলার শিকার জনস্বাস্থ্য আমাদের আজ এক নির্মম বাস্তবতার সম্মুখীন করেছে। যারা এতদিন সামান্য অসুস্থতার জন্য বিদেশে চিকিৎসার জন্য পাড়ি দিতেন, অর্থাৎ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন যেতেন, তারা আজ অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখছেন দেশের চিকিৎসার অবস্থা। এ প্রেক্ষাপটে এবারের বাজেটে কোন কোন বিষয় প্রাধান্য দেয়া উচিত, এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি বাজেটের প্রাধিকারকে দুই ভাগে ভাগ করতে চাই—এক. মহামারী মোকাবেলা ও জনস্বাস্থ্য খাতের উন্নয়ন এবং দুই. অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া বেগবান ও টেকসই করা। এর কারণ হচ্ছে, অর্থনীতির যে ক্ষতি হলো বা আরো হবে, তা পুনরুদ্ধার করে করোনা-পূর্ববর্তী অবস্থায় নেয়ার জন্য বাজেটে বরাদ্দ ও দিকনির্দেশনা থাকা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে