কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেরানীগঞ্জে ৫০০ ছাড়াল করোনার রোগী

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৭:৪৬

ঢাকার কেরানীগঞ্জে প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। বুধবার পর্যন্ত কেরানীগঞ্জে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫১৩ জনে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন ২৪০ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল প্রথম কেরানীগঞ্জে করোনা ‘পজিটিভ’ রোগীর সন্ধান মেলে। ওই দিন মডেল টাউন এলাকার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় প্রায় ১ হাজার ৪০০ জনের নমুনা নিয়ে পরীক্ষা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, ‘কেরানীগঞ্জে মানুষজনের মধ্যে করোনা নিয়ে সচেতনতা কম। তাই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২১ জনজন সব মিলিয়ে কেরানীগঞ্জে অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আমরা প্রতিদিন গড়ে ৮০টা করে পরীক্ষা করছি। পরীক্ষার সংখ্যা বাড়ালে রোগীও বেশি শনাক্ত হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও