কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নরসিংদীতে নতুন আক্রান্ত ৫১, উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৭:০৬

নরসিংদীতে নতুন করে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১৪ জন। এছাড়া করোনা উপসর্গে নূরে আলম খন্দকার (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার কোভিড হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূরে আলম শহরের বাসাইল এলাকার আবদুর রহমান খন্দকারের ছেলে। তিনি ভেলানগর বাসস্ট্যান্ডে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে নূরে আলম জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বুধবার সকালে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসার পর বলা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। মরদেহ করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও