কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লায় আরও ৬৭ জন করোনায় আক্রান্ত

বার্তা২৪ প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৭:২১

গত ২৪ ঘণ্টায় নগরীর ৪৮ জনসহ করোনায় কুমিল্লা জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন এক হাজার ১৬৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা নগরীতে ৪৮ জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে সাতজন, আদর্শ সদরে চারজন, বুড়িচংয়ের সিএমএইচে দুইজন, সদর দক্ষিণে একজন এবং লালমাইয়ে চারজন আক্রান্ত হয়েছেন।

এদিকে, বুধবার জেলার আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। একই দিনে কুমিল্লা নগরীর শাসনগাছা ও বজ্রপুরে একজন করে দুইজন মারা গেছেন। এছাড়া জেলার নাঙ্গলকোটে একজন মারা গেছেন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও