কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা নেগেটিভ থাকা ব্যক্তি চাইলেন ‘পজিটিভ’ রেজাল্ট

চ্যানেল আই প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৫:৫৬

অবিশ্বাস্য হলেও সত্য যে, করোনাভাইরাসে সংক্রমিত কিনা সেই পরীক্ষায় ‘নেগেটিভ’ রেজাল্ট আসা এক ব্যক্তি হাসপাতালে গিয়ে ‘পজিটিভ’ রেজাল্ট চেয়েছেন! বিশ্বে মহামারী হয়ে দেখা দেয়া করোনার এই ভয়াবহ সময়ে আঁতকে ওঠার মত এমন ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনিতে।

এমন বিষয়ের সাক্ষী হয়ে হতবাক হয়ে যাওয়া কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. এনামুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে করোনা পরীক্ষার স্যাম্পল ও রেজাল্টের ডাটা এন্ট্রির কাজের সাথে যুক্ত। গত ১ জুন মধ্যবয়সী এক ভদ্র লোক আমার কাছে এসে বলে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন আমি ওনার পরিচয় জানতে চাইলে বলেন তিনি কালকিনি উপজেলারই বাসিন্দা। তিনি একটা কোম্পানীতে ভাল পদে চাকরি করেন।

এরপর ওই ভদ্রলোক আমাকে বলেন যে, আমি আপনাদের হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে স্যাম্পল দিয়েছিলাম সেখানে আমার রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে ভাই যদি কিছু মনে না করেন, আমাকে একটা পজিটিভ রেজাল্টের কাগজ করে দেয়া যায়?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও