কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় চীনের প্রথম ভ‌্যাকসিন দৌড়ে গেছে অনেক দূর

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১১:৩৪

চীনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যানসিনো প্রথম পর্যায়ের পরীক্ষায় মিশ্র ফল এসেছে। এরপরও চীনা প্রতিষ্ঠানটি দেশে ও কানাডায় ক্লিনিক্যাল ট্রায়াল এগিয়ে নিয়ে যাচ্ছে।

চিকিৎসা সাময়িকী 'ল্যানসেট'–এ এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়।

বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে গত ১৬ মার্চ থেকে কোভিড-১৯ সৃষ্টিকারী সার্স কোভ-২ সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন গবেষণা কাজ শুরু করেছিল ক্যানসিনো। ১০ সপ্তাহেরও কম সময়ে বৈশ্বিক ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় আরও একবার প্রথম হলো চীনা প্রতিষ্ঠানটি। তারা কোভিড-১৯ ভ্যাকসিনের নিরাপদ দিক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী দিক বিবেচনায় পিয়ার-রিভিউড জার্নালে তথ্য প্রকাশ করেছে।

ক্যানসিনোর ভ্যাকসিন জেনিটিক্যাল ইঞ্জিনিয়ারড অ্যাডেনোভাইরাস ব্যবহার করে, যাকে অ্যাডেনোভাইরাল ভেক্টর বলা হয়, যে জিনটি সারস-কোভ -২ স্পাইক প্রোটিনকে মানুষের কোষে এনকোড করে। বিজ্ঞানীরা আশা করছেন, ভ্যাকসিন থেকে উত্পন্ন স্পাইক প্রোটিনগুলো আমাদের প্রতিরোধ ব্যবস্থাটিকে কিছু টার্গেট অনুশীলন করতে দেবে, যাতে আমরা দ্রুত প্রকৃত ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও