কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীন প্রস্থান এবং এ সুযোগ সদ্ব্যবহারে আমাদের প্রস্তুতি

বণিক বার্তা প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১১:০০

চীন-আমেরিকা বাণিজ্য বিরোধ এবং কভিড-১৯ এর কারণে সৃষ্ট পেনডেমিক বিষয়ে চীনের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে (?) উদ্ভূত পরিস্থিতির জন্য আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলো (ইইউভুক্ত দেশ, জাপান এবং দক্ষিণ কোরিয়া) চীন থেকে তাদের বিনিয়োগ দক্ষিণ-পূর্ব এশিয়াভূক্ত দেশ যেমন- ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভারত, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, তাইওয়ান, বাংলাদেশ এবং উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে স্থানান্তর এর বিষয়ে উদ্যোগ নিয়েছে। The Economist, Bloomberg, Nikkei Asia Review, Wall Street Journal এর তথ্যানুযায়ী ইতোমধ্যে যুক্তরাস্ট্রের হার্লে ডেভিডসন (অটোমোটিভ ইন্ডাস্ট্রি), হাসব্রো (টয় ইন্ডাস্ট্রি), তাইওয়ান এর মেরি ইলেকট্রনিক্স, ফক্সকন, ডেলটা ইলেকট্রনিক্স, কমপাল ইলেকট্রনিক্স এবং পেগাট্রন, জাপানের ভিডিও গেম তৈরিকারক প্রতিষ্ঠান নাইনটেনডো এবং ইলেকট্রোনিক্স, সেমি-কনডাকটর এবং হোম এপ্লায়েন্স জায়ান্ট প্যানাসনিক এবং সামস্যাং ইত্যাদি প্রতিষ্ঠান চীন থেকে তাদের বিনিয়োগ দক্ষিণ-পূর্ব এশিয়াভুক্ত দেশগুলোতে স্থানান্তর করার পরিকল্পনা করছে। এ ছাড়াও জাপানি অটো পার্টস তৈরিকারী প্রতিষ্ঠান মাজদা মোটরস চীনের জিয়াংসু প্রভিন্স হতে মেক্সিকো এবং হোন্ডার যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান কাসাই কোগইউ (Kasai Kogyo) উহান হতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত