কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা সংক্রমণের শীর্ষে রাজধানীর যে ৩ এলাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১০:১৪

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। হটস্পটেও পরিবর্তন আসছে। বর্তমানে রাজধানীর তিন এলাকায় করোনা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। এলাকাগুলো হলো-মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুর।

সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, রাজধানীতে করোনায় আক্রান্ত শীর্ষ তিন এলাকা মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ী। অথচ কয়েকদিন আগেও শীর্ষে ছিল রাজারবাগ আর কাকরাইল।

৪০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে মহাখালী। মিরপুরে ৩৬৯ জন ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯ জন, মুগদায় ৩৩০ জন ও উত্তরায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১৫ জন। আইইডিসিআর সূত্র জানায়, কাকরাইলে ২৯৯ জন, মগবাজারে ২২৭ জন, ধানমন্ডিতে ২২৭ জন, রাজারবাগে ২১৫ ও তেজগাঁওয়ে ২১২ জন, খিলগাঁওয়ে ১৮৮ জন, লালবাগে ১৮১ জন, বাড্ডায় ১৬৭ জন, বাবুবাজারে ১৬১ জন, মালিবাগে ১৪৪ জন, রামপুরায় ১৪২ জন, গুলশানে ১৩০ জন, গেন্ডারিয়ায় ১২৩ জন ও বংশালে ১০৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও