কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমলনগরে নদীভাঙনের ক্ষত দেখলে চোখে পানি আসে

প্রথম আলো প্রকাশিত: ০২ জুন ২০২০, ২২:৩৯

কমলনগরের পুরো দেহে লেগে আছে ক্ষতচিহ্ন। নদীভাঙনের ক্ষত। মেঘনাতীরের পথ ধরে হাঁটলে এ ক্ষতটা বেশিই অনুভব হয়। চোখে জল এসে যাবে নদীভাঙা মানুষের মানবেতর জীবন দেখলে। ভরদুপুর। যে সময় চুলোয় আগুন জ্বলার কথা, সে সময় নদীতীরের নারীরা ব্যস্ত ঠিকানা বদলানোর কাজে। কোথায় গোসল, কোথায় খাওয়াদাওয়া। এসব যেন ভুলে যায় নদীতীরের মানুষ।ভররাত। যে সময়টা ডুবে যাওয়ার কথা গভীর ঘুমে। সে সময়টা নদীতীরের মানুষের কাটে ভাঙন দৃশ্য...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে