কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনা সেনা সদস্যকে মারধর করেছিলেন ভারতীয় সেনা সদস্যরা?

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জুন ২০২০, ২১:২৫

মহামারি করোনার তাণ্ডবের মধ্যেই উত্তর-পূর্ব সীমান্তে মুখোমুখি চীনা ও ভারতের সেনারা। গত সপ্তাহের শুরুতেও লাদাখ অঞ্চলে তিব্বত সংলগ্ন সীমান্তে উত্তেজনা বড়তে থাকে। এরই মধ্যেই একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, ভারতের সেনা সদস্যরা চীনের এক সেনা সদস্যকে মারধর করছেন। ধারণা করা হচ্ছে, দুই সপ্তাহ আগে প্যাংগং লেক নামক এলাকায় ভিডিওটি ধারণ করা হয়। তবে এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠছে। ভারতীয় সেনা পক্ষ থেকে মারধরের বিষয়টি জোরালোভাবে অস্বীকার করা হয়েছে।  ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, ভারতের সীমান্তের ভেতরে চীনের এক সেনাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। সেই সঙ্গে চীনের এক অস্ত্র সজ্জিত গাড়িতে আঘাত করা হচ্ছে।


তবে ভারতীয় সেনা বলছে এই ভিডিওটি ভুয়া। ভারতীয় সেনাবাহিনী স্থানীয় গণমাধ্যমকে হুঁশিয়ারি দিয়ে জানায়, ভুয়া ফুটেজ প্রচার করলে সীমান্তের বর্তমান পরিস্থিতি আরো খারাপ হতে পারে।  প্যাংগং লেকের সাম্প্রতিক ভিডিওটির কোনো তারিখ দেওয়া নেই। হতে পারে অযৌক্তিক। তবে বলা হচ্ছে, ভারতীয় বাহিনী সম্ভবত ইন্দো-তিব্বত নিরাপত্তাবাহিনী এক চীনা সৈন্যকে আক্রমণ করে দেখানোর পরিকল্পনা করেছে। এই ভিডিওটি টুইটারে যেখানেই প্রচারিত হয়েছে সেখানে চীনা অ্যাকাউন্ট রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এই ভিডিওটি কোনো উদ্দেশ্য নিয়ে প্রচার করা হয়ে থাকতে পারে। বর্তমানে চীন-ভারত উত্তেজনা বাড়ছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও