কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রেমিটেন্স কমেছে ১৪ শতাংশ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২০, ২১:১১

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স কমেছে ১৪ দশমিক ২ শতাংশ বা ২৪ কোটি ৫০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাস পর‌্যন্ত রেমিটেন্স এসেছে ১ হাজার ৬৩৬ কোটি ডলারের।

আগের বছরের মে মাসে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫০৫ কোটি ডলার। সেই হিসাবে রেমিটেন্স বেশি এসেছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার বা ৮ দশমিক ৭২ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপ্রিল মাসে প্রবাসীরা দেশে ১০৮ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ কোটি ৮০ লাখ ডলার বা ২৪ দশমিক ২৭ শতাংশ কম।

মার্চ মাসে পাঠিয়েছেন ১২৭ কোটি ৭৬ লাখ ডলার। যা আগে ফেব্রুয়ারি মাসের তুলনায় ১২ দশমিক ৪৮ শতাংশ কম। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে কমবেশি সবারই আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। যারা মাসিক বেতনের বাইরে নিজেরা ইনকাম করেন, তারা বেকার হয়ে পড়েছেন। আবার অনেকেই বাসা থেকে বের হতে না পারায় দেশে অর্থ পাঠাতে পারছেন না। সবকিছু মিলিয়ে ঈদের মাস হওয়ার পরও রেমিটেন্স কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও