কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞতায় দেয়ালচিত্র

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৯:৩৬

করোনায় সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে দেয়ালচিত্র উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের দু’টি দেয়ালে এ চিত্র উদ্বোধন করেন তিনি।

মেয়র বলেন, করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে ডাক্তার, নার্সসহ অন্যান্য চিকিৎসাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরো অনেকে নানাভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রতিফলন ঘটানো হয়েছে।

দেয়ালচিত্রে গণমাধ্যম কর্মীদেরও তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করতে গণমাধ্যম-কর্মীরা বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন তাদের বচন, ক্যামেরা ও কলমের মাধ্যমে। তাদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে দেয়ালচিত্রে তাদেরও তুলে ধরা হয়েছে।

এছাড়া ডিএনসিসির যেসব কর্মী প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে যাচ্ছেন, জনসচেতনতা বৃদ্ধিতে যারা কাজ করছেন এবং দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন; তাদেরও দেয়ালচিত্রে তুলে ধরা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও