কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার ভ্যাকসিনে আলো দেখাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান মডার্না

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৮:৩২

করোনাভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরিতে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রথম ধাপে ভ্যাকসিনটির প্রয়োগ শেষ করে দ্বিতীয় ধাপে পরীক্ষা করতে যাচ্ছে।

মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে তাদের তৈরি ভ্যাকসিনটি প্রথম ধাপের পরীক্ষার ফল আশাব্যঞ্জক। তারা দ্বিতীয়ধাপের প্রয়োগ শেষ করে এই গ্রীষ্মেই তৃতীয় ধাপের পরীক্ষাও শুরু করবে। এখন পর্যন্ত তারা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়নি। সব ভালোভাবেই এগোচ্ছে।

মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মডার্না তাদের তৈরি কোভিড-১৯-এর পরীক্ষামূলক টিকা ‘এমআরএনএ-১২৭৩’ দ্বিতীয় ধাপে পরীক্ষার অনুমোদন পেয়েছিল। দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ অনুমোদন দিয়েছে। একই সঙ্গে এই টিকা পরীক্ষার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এফডিএ।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৬০০ সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নেবেন। এর মধ্যে অর্ধেকের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। অন্যদের বয়স ৫৫ বছরের বেশি। দৈবচয়নের মাধ্যমে এক গ্রুপকে মর্ডানার পরীক্ষামূলক টিকা দেওয়া হবে।

মডার্না কর্তৃপক্ষ মনে করছে, আগামী ধাপগুলোর মাধ্যমে তাদের টিকা এফডিএর অনুমোদন পাবে। মডার্নার প্রধান স্টিফেন হোজে বলেছেন, গ্রীষ্মেই তাঁরা টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করবেন। কারণ, এর মধ্যেই দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে বলে ধরে নেওয়া যায়। তৃতীয় ধাপে আরও বেশি মানবশরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়।

স্টিফেন হোজে বলেন, ‘আমাদের সামনে কোনো বাধা আসেনি। এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে। কিন্তু এখন নানা উপাত্ত বের হচ্ছে। এ বছরের শেষ নাগাদ এক কোটি টিকা তৈরি করতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও