কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা মহামারির মধ্যে মুম্বাইয়ে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৭:৩২

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে রুপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার এটি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আঘাত হানতে পারে। শহরটিতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবর থেকে এসব তথ্য জানা গেছে।

মাত্র দুই সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় আম্পান তাণ্ডব চালায়। বঙ্গোপসাগরে ওই ঘূর্ণিঝড় সৃষ্টির পর গত শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগরে লাক্ষাদ্বীপের কাছাকাছি একটি নিম্নচাপের সৃষ্টি হয়৷ পরে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে নাম দেওয়া হয় নিসর্গ৷ বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ১১০ কিলোমিটার উত্তরে পলঘর এলাকা দিয়ে এ ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে আসবে বলে পূর্বাভাস মিলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও