কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কবরের জায়গা দিল না কেউ, নদীর তীরে দাফন করল পুলিশ

এনটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৮:৪০

নওগাঁর বদলগাছী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া নাসিমা বেগম (২৫) নামের এক পোশাক কারখানার শ্রমিকের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। অবশেষে পুলিশ সোমবার সকালের দিকে উপজেলার তাজপুর গ্রামের ছোট যমুনা নদীর তীরে দাফন করে।

নাসিমা বেগম তাজপুর গ্রামের মাসুদ আলীর মেয়ে। জানা গেছে, নাসিমা বেগম দীর্ঘদিন ধরে ঢাকায় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। এরপর জ্বর ও সর্দি নিয়ে গত ২৩ মে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রোববার দুপুর দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাঁর অবস্থার আরো অবনতি হতে থাকলে রাতে সাড়ে ৮টার দিকে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নাসিমা বেগমের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও