কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত প্রায় ২০ হাজার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৯:০৭

যুক্তরাষ্ট্রে রবিবার একদিনে প্রায় ২০ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এদিন দেশটিতে নতুন করে অন্তত ১৯ হাজার ৭৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও ৬০০ জনের।এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৯০ হাজার ১৯১। এর মধ্যে অন্তত এক লাখ চার হাজার ৩৮১ জনের মৃত্যু হয়েছে।সিএনএন জানিয়েছে, ভিয়েতনাম যুদ্ধে যত মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল করোনায় তার প্রায় দ্বিগুণ নাগরিককে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

২০২০ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তখনও কেউ পরিস্থিতির এতোটা অবনতি হবে বলে মনে করেনি। কিন্তু এখন প্রতিদিন গড়ে প্রায় ৯০০ মার্কিন নাগরিক করোনায় প্রাণ হারাচ্ছেন।আগে থেকেই অবশ্য ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

টুইটারে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। তার মতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এই পরিচালক বলেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমি ফ্লু। সেক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে।২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও