কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকায় সর্বোচ্চ আক্রান্ত, সর্বনিম্ন বরিশালে

এনটিভি প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৮:২৫

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদিকে ঢাকা জেলায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে আর বরিশাল বিভাগে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা বিভাগের রাজধানী ঢাকায় এই পর্যন্ত ১৬ হাজার ২৬০ জন রোগী শনাক্ত হয়েছে। যা মোট আক্রান্তের ৫৩ দশমিক ২৩ ভাগ। এ ছাড়া বরিশাল বিভাগে এই পর্যন্ত ২৩১ জন রোগী শনাক্ত হয়েছে। যা দেশে মোট আক্রান্তের শূন্য দশমিক ৭৬ ভাগ। ঢাকা বিভাগ ছাড়া চট্টগ্রাম বিভাগে উল্লেখজনক হারে রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। যা সারা দেশের মোট আক্রান্তের ১৬ দশমিক ১২ ভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও