কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে প্রথম প্লাজমা নেওয়া চিকিৎসক করোনা মুক্ত

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৭:৩০

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলামের প্রথমবারের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। গত রবিবার চমেক ল্যাবে এ চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়। তবে করোনার কারণে তাঁর ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা থেকে সুস্থ হতে একটু সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসকরা। তাই তিনি শারীরিকভাবে এখনও সচল হয়ে উঠতে পারেননি। তিনি চট্টগ্রামে প্রথম প্লাজমা থেরাপি নেওয়া চিকিৎসক। গত রবিবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৫ জন।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘ডা. সামিরুল ইসলামের অবস্থা আগের চেয়ে ভালো। তবে করোনার কারণে ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা থেকে সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসা দেওয়ার পর প্রথমবার নমুনা পরীক্ষায় করা হয়। এতে নেগেটিভ ফলাফল আসে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও