কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোরগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ২২:৪৫

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জন। রোববার (৩১ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ মে) সংগৃহীত নুমনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো ১৪১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন রোগীর দ্বিতীয় নমুনা ও ২ জন রোগীর তৃতীয় নমুনাসহ নতুন ৩০ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ১০৪ জনের নেগেটিভ এসেছে।

আক্রান্তদের ৩০ জনের মধ্যে ভৈরব উপজেলায় ১৫ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, কিশোরগঞ্জ সদরে ৪ জন, হোসেনপুর উপজেলায় ৪ জন ও তাড়াইল উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৫৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া রোববার (৩১ মে) তিনজনসহ মোট ১৯৮ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং ১০ জন মারা গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও