কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১ হাজার প্রতিবন্ধীকে টাকা-খাবার দিলেন হুইলচেয়ার ক্রিকেটাররা

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২০, ২১:৩৩

লকডাউনে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। তহবিল গড়ে অর্থ ও খাবার দিয়ে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় এক হাজার প্রতিবন্ধীকে সাহায্য করেছেন হুইলচেয়ার ক্রিকেটাররা।  ইতোমধ্যে ৪ লাখ টাকার তহবিল গড়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে ৫০০ পরিবারকে সাহায্য পাঠানো হয়েছে। এছাড়া প্রায় ৩০০ প্রতিবন্ধীকে ১৫০০ টাকা দেওয়া হয়েছে।

হুইলচেয়ার দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন, 'করোনাভাইরাসের কারণে আমাদের মতো প্রতিবন্ধীদের জীবনযাপন কঠিন হয়ে গেছে। আমরা যে টাকাটা আগে পেতাম, সেটাও এখন পাচ্ছি না। যারা এমন কষ্টে আছেন, গত এপ্রিল থেকে তাঁদের আমরা সাহায্য করার চেষ্টা করছি। খাবার ও আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করছি দেশজুড়ে।' সাধারণ প্রতিবন্ধী ছাড়াও প্রতিবন্ধী ক্রিকেটারদের পাশেও দাঁড়াচ্ছেন হুইলচেয়ার ক্রিকেটাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও