কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্ধই থাকছে রাইড শেয়ারিং সেবা

পূর্ব পশ্চিম প্রকাশিত: ৩১ মে ২০২০, ২০:৫৬

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে গণপরিবহন চালু করছে সরকার। তবে বন্ধ থাকলে উবার, পাঠাওসহ সব রাইড শেয়ারিং সেবা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেবা বন্ধ রাখতে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা আপাতত পাচ্ছেন না যাত্রীরা।

রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ রাখতে বিআরটিএ এর পক্ষ থেকে দেয়া এ নির্দেশনা কোম্পানিগুলো পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাঠাও এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ। এর আগে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে গণপরিবহনের পাশাপাশি গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআরটিএ। যদিও পরে তা বাড়ানো হয়।
সম্পর্কিত খবর

বিআরটিএ এর এক কর্মকর্তা জানান, রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ যানবাহনই হলো মোটরসাইকেল। এক্ষেত্রে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা চালক ও যাত্রী উভয়ের পক্ষেই সমস্যাজনক হতে পারে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও