কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেত্রকোনায় জিপিএ-৫ পেয়েছে ৮৩৪ জন

বার্তা২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ২০:৫২

নেত্রকোনায় এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে ৮৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৩২ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে।

রোববার (৩১ মে) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলা শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ১৩২ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৯৬ জন। এছাড়া জেলার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৫২, দুর্গাপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৭, এম কে সিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩, জেলার কেন্দুয়া উপজেলায় নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে ২৯, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ২৬ সহ সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলায় পাশের হার ৭৯.২০। ১০টি উপজেলায় মোট ২২ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৮০৯ জন। অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৬৭৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও