কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহৎ উদ্যোগে প্রশংসিত শেবাগ

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ২০:০০

করোনায় থেমে গেছে জনজীবন। এই ধাক্কা সামলাতে হচ্ছে ভারতকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে অনাহারে দিন কাটছে ভ্রাম্যমাণ শ্রমিকদের। এমন দুস্থ শ্রমিকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ।

ভ্রাম্যমাণ শ্রমিকদের খাওয়াতে নিজ হাতে রান্না করলেন তিনি। খাবার রান্না করে ভ্রাম্যমাণ শ্রমিকদের দিয়েছেন শেবাগ। নিজের ভক্ত-সমর্থকদেরও সহায়তার আহ্বান জানিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তেমই কিছু ছবি শেয়ার করেছেন শেবাগ। ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে নিজ হাতে রান্না করে মানুষদের মধ্যে বিতরণ করতে পারার সন্তুষ্টিই অন্যরকম।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তেমই কিছু ছবি শেয়ার করেছেন শেবাগ। ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে নিজ হাতে রান্না করে মানুষদের মধ্যে বিতরণ করতে পারার সন্তুষ্টিই অন্যরকম। আপনারাও যদি ১০০ জন মানুষের জন্য এমন খাবার দিতে চান, তাহলে শেবাগ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করুন।' শেবাগের এমন মহৎ কাজের জন্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও