কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে হাসপাতালে গেলে যে বিষয়গুলো মেনে চলবেন

সময় টিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৯:১৩

করোনা ভাইরাসের মধ্যেই সব কিছু সীমিত আকারে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৩১ মে) থেকে গণপরিবহন, বাজার, দোকান, প্রয়োজনীয় সব কিছু খুলে দেয়া হয়েছে। তবে বিশেষ করে হাসপাতালে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। করোনার কারণে বেশিরভাগ হাসপাতাল স্থবির হয়ে পড়েছিল।

বিশেষ করে যেসব হাসপাতালে করোনার চিকিৎসা প্রদান করা হচ্ছে সেখানে অন্যান্য সেবা প্রায় বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। বিভিন্ন হাসপাতালের অন্যান্য বিভাগে চিকিৎসা প্রদান শুরু হয়েছে। কিন্তু এই অবস্থায় হাসপাতালে যাওয়া মোটেই নিরাপদ নয়। তারপরও জরুরি প্রয়োজনে যদি হাসপাতালে যেতে হয় তাহলে করোনা প্রতিরোধী নিয়মগুলো কঠোর ভাবে মানতে হবে।

হাসপাতালে যাওয়ার সময় যেসব সাবধানতা অবলম্বন করতে হবে : আপনি যে হাসপাতালে যাচ্ছেন সেটি করোনার চিকিৎসা দিচ্ছে কি না তা নিশ্চিত হয়ে নিন। তারপর সে অনুযায়ী ব্যবস্থা নিন। হাসপাতালে যাওয়ার আগে প্রথমে অনলাইনে বা টেলিফোনে পরামর্শ করুন এবং আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও