কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিও কনফারেন্সের পর রাতে সশরীরে শপথ নিলেন হাইকোর্টের ১৮ বিচারক

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৮:৪৯

কারিগরি ত্রুটির কারণে কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ার প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারক গতকাল রাতে সশরীরে শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁর খাস কামরায় (সুপ্রিম কোর্ট) সশরীরে বিচারপতিদের পুনরায় শপথবাক্য পাঠ করান। শনিবার রাত সাড়ে নয়টা থেকে শপথ গ্রহণ শুরু হয়। পর্যায়ক্রমে ১৮ বিচারপতি শপথ নেন। গতকাল বেলা তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি তাঁদের শপথ পড়িয়েছিলেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারকের হাইকোর্টের বিচারক হিসেবে শপথ গ্রহণ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি আজ রোববার প্রকাশিত হয়েছে। ৩০ মে স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির ভাষ্য, ৩০ মে (শনিবার) বেলা তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি তাঁদের (১৮ বিচারপতি) শপথ পাঠ করান। তবে ওই শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় সশরীরে তাঁদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। তদনুসারে ৩০ মে (শনিবার) রাত সাড়ে নয়টায় প্রধান বিচারপতির খাস কামরায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সশরীরে তাঁদের শপথ পাঠ করান।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ১৮ বিচারককে হাইকোর্টের বিচারক হিসেবে গত শুক্রবার নিয়োগ দেওয়া হয়। শপথ গ্রহণের তারিখ থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে বলে শুক্রবার জারি করা তাঁদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ৩০ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতি প্রথম শপথ নেন। পরে রাতে সশরীরে শপথ নেন।

১৮ বিচারপতি হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও