কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই প্রতিষ্ঠানের সবাই একই বিষয়ে ফেল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৮:০০

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া রাঙামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সব পরীক্ষার্থী একই বিষয়ে ফেল করেছে। এবারের পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৮০ জন অংশ নিয়েছিল। সবারই ‘আত্ম-কর্মসংস্থান’ বিষয়ে ‘এফ’ গ্রেড এসেছে।
রোববার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে ফলাফল নিয়ে সন্দিহান পরীক্ষার্থীরা।

অর্পিতা বিশ্বাস নামে এক পরীক্ষার্থী বলেন, আমার সব পরীক্ষা ভালো হয়েছে। খারাপ ফলাফল হওয়ার কথা না। এ বিষয়ে খারাপ করার তো প্রশ্নই আসে না। মো. সজিব নামে আরেক পরীক্ষার্থী বলেন, আমার রসায়ন, পদার্থবিজ্ঞানে যেখানে ভালো নম্বর এসেছে। সেখানে এত সহজ একটি বিষয়ে খারাপ কীভাবে হয়? এখানে বোর্ড কিংবা স্কুলের কোনো সমস্যা হয়ে থাকতে পারে। আরেক পরীক্ষার্থী বলেন, এ বিষয়ের মতো ভালো পরীক্ষা অন্য কোনোটিতে হয়নি। এ বিষয়ে খারাপ করার কথা না।

রাঙ্গামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মো. শফিউল আলম বলেন, সারাদেশে হাজারো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি মাত্র বোর্ড, আমরা বুঝতে পারছি না ঝামেলাটা কোথায় হয়েছে। তবে আমরা যথাযথ নম্বর ও খাতা পাঠিয়েছি। এ সাবজেক্টে খারাপ করার কথা না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও