কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানিকগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত

আরটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৭:৫৭

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।
আজ রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। তিনি জানান, নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৭ জন এবং শিবালয় ও সাটুরিয়া উপজেলায় ১ জন করে রয়েছেন।

তিনি আরও জানান, ‘এ পর্যন্ত মোট ২ হাজার ৪০৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৩৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৪৯ জনের।

আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১০৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’

আক্রান্ত ১৪৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে শুধু পৌরসভায় রয়েছেন ২৮ জন। এছাড়া, সিংগাইর উপজেলায় ৪১ জন, ঘিওর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, হরিরামপুর উপজেলায় ১৫ জন, শিবালয় উপজেলায় ৯ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ২ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও