কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে একদিনে আক্রান্ত ৮ হাজার ৩৮০ জন

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৬:২৫

ভারতে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশটিতে আজ রোববার একদিনে সর্বোচ্চ আট হাজার ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮২ হাজার ১৪৩ জনে। এদের মধ্যে বিদেশিরাও রয়েছে। মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

সূত্র মতে, দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত ৮৬ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ৪৭.৭৫ শতাংশ লোক সুস্থ হয়েছে।

ভারতে গতকাল শনিবার সকাল থেকে ১৯৩ জন করোনায় মারা গেছে। এদের মধ্যে মহারাষ্ট্রের ৯৯, গুজরাটের ২৭, মধ্যপ্রদেশ ও রাজস্থান নয়জন করে, পশ্চিমবঙ্গে সাত, তামিলনাড় ও তেলেঙ্গেনায় ছয়জন করে, বিহারে পাঁচ, উত্তর প্রদেশে তিন, পাঞ্জাবে দুই এবং হরিয়ানা ও কেরালায় একজন করে করোনায় মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও