কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৫:৪০

মানিকগঞ্জে আজ রোববার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবারের মতো যাত্রী ও যানবাহনের চাপ তত বেশি দেখা যাচ্ছে না। অল্প সংখ্যক যানবাহন পারাপারের জন্য ঘাট এলাকায় দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সকাল থেকেই ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ খুব একটা নেই। যাত্রী ও যানবাহন চলাচলে ১০টি ফেরিকে ঘাট এলাকায় পারাপারের জন্য রাখা হয়েছে। সেইসঙ্গে সব পন্টুন সচল রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দীর্ঘ ৬৬ দিন করোনা সংক্রমণ প্রতিরোধে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাস্থ্যবিধি মেনে শুরু করা হয়েছে। আজ সকাল ৯টা থেকে ওই দুই নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, আগের নির্ধারিত ভাড়ায় এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চ নৌরুটে চলাচল করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও