কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষ্ণাঙ্গ হত্যাকারীর জামিন, ক্ষোভের আগুন সারা আমেরিকায়

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৫:০৪

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক বর্বরোচিতভাবে হত্যার প্রতিবাদ এবং এই হত্যাযজ্ঞে ডেরেক চোভিনের সাথে অংশ নেয়া অপর ৩ পুলিশ অফিসারকেও গ্রেফতার দাবিতে মিনিয়াপলিস সিটির ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা আমেরিকায়।

শনিবার পর্যন্ত ৫ দিনে বিক্ষোভ-কর্মসূচির সময় টহল পুলিশ এবং হোয়াইট হাউজের সামনে সিক্রেট পুলিশের দেড় শতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ছাড়াও মিনিয়াপলিশ সিটির একটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়া হয়েছে। শুক্র ও শনিবার দিনভর চলা বিক্ষোভের সময় অন্তত ৩৩ সিটিতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারিদের। এ সময় কমপক্ষে ২২ শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে সংশ্লিষ্ট সিটি পুলিশ প্রশাসন থেকে। সবচেয়ে বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে লস এঞ্জেলেস, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, ফিলাডেলফিয়া প্রভৃতি স্থানে।

পরিস্থিতি বেগতিক দেখে শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোররাত নাগাদ কারফিউ জারি করা হয়েছে ১৬ অঙ্গরাজ্যে। এছাড়া, পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে ওয়াশিংটন ডিসি, মিনেসোটা, জর্জিয়া, কলরাডো, কেন্টাকি, ডেনভারসহ বিভিন্ন স্থানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে