কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৪:২৭

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন। এর মধ্যে গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ বেশি পেয়েছেন ১ হাজার ২২ জন। আজ রবিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এসব তথ্য জানান।

তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন শিক্ষার্থী ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গত বছর এসএসসিতে আমাদের পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও