কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আক্রান্ত কুমিল্লার সাতজন জনপ্রতিনিধি, অন্যরাও আতঙ্কে

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৩:০৬

করোনা আক্রান্ত হয়েছেন কুমিল্লার সাতজন জনপ্রতিনিধি। দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই তারা মানুষের পাশে ছিলেন। সাম্প্রতিক সময়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঘরবন্দি। তাদের শারিরীক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। করোনায় আক্রান্ত হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। এদিকে অন্য জনপ্রতিনিধিরাও রয়েছেন আতঙ্কে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল জানান, ২৭ মে জানতে পারি আমি করোনা পজেটিভ। টেস্টের পর থেকে নিজ বাসার একটি রুমে আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। প্রথম দিকে জ্বর আর হালকা কাশি ছিলো। আপাতত তেমন কোন সমস্যা নেই। সবার দোয়া চাই।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ম.: শাহীনূর আলম সুমন বলেন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. ফারুক প্রধান ও ৬ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. সালাউদ্দিন করোনায় আক্রান্ত। গত শুক্রবার তাদের রিপোর্ট হাতে পাই। তিন জনপ্রতিনিধি হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের অফিস ও বাড়ি লকডাউন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও