কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বঙ্গবন্ধুর প্রচেষ্টা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৯:২০

তিন বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য সরকার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। ১৯৭২ সালের ৩১ মে বাসসের প্রতিবেদন পরের দিন ১ জুন দৈনিক পূর্বদেশে এই খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, এই সব পদক্ষেপের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটানো কথা চিন্তা করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অল্প কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবার কথা। তারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন।প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞদের মতে চাষযোগ্য জমিগুলোকে যেখানে সম্ভব দুই ফসলি জমিতে পরিণত করা যেতে পারে। এতে তিন বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হতে পারে।

জানা যায়, সরকার কৃষকদের জন্য অগভীর নলকূপ পাওয়ার পাম্প ও সরবরাহের ওপর বিশেষভাবে জোর দিচ্ছিল।জানানো হয় কৃষকদের সেচ সুবিধা দিতে কমপক্ষে ১০ হাজার অগভীর নলকূপের প্রয়োজন। অনতিবিলম্বে এই পাওয়ার পাম্পও সরবরাহের ব্যবস্থা করা হবে। সরকার দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ জন্য সহজ শর্তে ঋণ সরবরাহ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও