কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬৯ দিন পর শিডিউল ঘোষণা, আগের ভাড়ায় চলবে ফ্লাইট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৮:৩২

দীর্ঘ ৬৯ দিন পর দেশের চার বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে আগামীকাল (১ জুন) সোমবার থেকে। দীর্ঘ বিরতি থাকলেও আগে থেকেই ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে রেখেছিল এয়ারলাইন্সগুলো। অভ্যন্তরীণ রুটে সিভিল এভিয়েশন ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরপরই ফ্লাইট শিডিউল ঘোষণা করে দেশের ফ্লাইট পরিচালনাকারী তিন এয়ারলাইন্স প্রতিষ্ঠান।

এর আগে গত ২৮ মে জারি করা এক সার্কুলারে ১ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়।

ইতিমধ্যে নিজেদের ফ্লাইটের শিডিউল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার। দৈনিক তিন এয়ারলাইনসের মোট ২৪টি ফ্লাইট চলাচল করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি এবং সৈয়দপুরে তিনটি ফ্লাইটের ব্যবস্থা করেছে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স দৈনিক সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চট্টগ্রামে ছয়টি ফ্লাইট, সৈয়দপুরে তিনটি ও সিলেট রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও