কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার ‘নতুন কেন্দ্র’ লাতিন আমেরিকায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৮:৪১

বিশ্বের মধ্যে করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। দেশগুলোতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। ইতোমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাতিন আমেরিকায় করোনাভাইরাসে এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ১০৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ৪২৫ জন। এর মধ্যে আক্রান্ত-মৃতের অর্ধেকের বেশি ঘটনাই ঘটেছে ব্রাজিলে। এছাড়া চিলি, মেক্সিকো, পেরুর মতো দেশগুলোতেও দ্রুত বাড়ছে সংক্রমণ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, লাতিন আমেরিকায় সর্বোচ্চ তো বটেই, বিশ্বের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ ব্রাজিল। সেখানে এ পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। মারা গেছেন ২৮ হাজার ৮৩৪ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও