কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমার সোনারে বাঁচাতি ভিটে বাড়িটুকুও বিক্রি করতে চাইছিলামরে

ঢাকা টাইমস প্রকাশিত: ৩০ মে ২০২০, ২০:৩৬

আমার সোনারে বাঁচাতি ভিটে বাড়িটুকুও বিক্রি করে ১০ লাখ টাকা দিতি চাইছিলামরে। ওদের কাছতে ১ তারিক পইরযন্ত টাইম আমরা নিলাম রে আল্লা। সে সুমায় দিলনারে। আমার সুনারে ছাইড়ে আমি কি কইরে থাকপোরে। আমি এগের বিচার চাই। তুমি এগের বিচার কইরো আল্লা।’

শনিবার সকালে লিবিয়ায় অপহরণকারীদের হাতে নিহত যশোরের রকির বাড়িতে ঢোকার মুখেই তার মা মহিরুন নেছার এমন হৃদয়বিদারক আহাজারি কানে আসে। ঝিকরগাছা উপজেলার ১০ নম্বর শংকরপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম খাটবাড়িয়ার ওই বাড়িতে গিয়ে কথা কথা হয় রকির বড় ভাই সোহেল রানার সঙ্গে। তিনি জানান, তারা চার ভাই বোন।

রকি সবার ছোট। তিনি যশোর সরকারি সিটি কলেজের অনার্স ২য় বর্ষে পড়া অবস্থায় ১৫ ফেব্রুয়ারি লিবিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। ভিটে-বাড়ির একটি অংশ বিক্রি করে ও এনজিও থেকে লোন নিয়ে দালালের মাধ্যমে ভাইকে লিবিয়ার ত্রিপোলি পাঠানো হয়। তার এক আপন চাচাতো ভাইও থাকেন সেখানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও