কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিশোধের ঘোষণা ট্রাম্পের

ইত্তেফাক প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৮:৪৭

চীনকে বিভিন্ন বাক্যবাণে জর্জরিত করে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এমন এক প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেন তিনি, যা চীন-মার্কিন সম্পর্ককে আরো গভীর সংকটে পড়বে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে চীনের বিরুদ্ধে নেওয়া মার্কিন পদক্ষেপকে নজিরবিহীন প্রতিশোধ বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বেইজিংকে আক্রমণ করে বলেন, ‘চীন যুক্তরাষ্ট্রকে ছিন্ন করে ফেলেছে, যা আগে কখনও কেউ করেনি’। তিনি আরো বলেন, ‘বেইজিং আমাদের কারখানাগুলিতে অভিযান চালিয়েছে।



আমেরিকান শিল্পকে ছিন্নভিন্ন করেছে।’ প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ পর এমন এক সময় (শুক্রবার) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে হাজির হন ডোনাল্ড ট্রাম্প, যখন যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে এক লাখ মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, মিনেসোটা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মিনেসোটা। কিন্তু এসব ঘটনার কোনোটিই উল্লেখ করেননি প্রেসিডেন্ট। বরং তিনি বেইজিংকে নিয়ে এমন কথা বলেন, যা ভূ-রাজনীতির জন্য হুমকি। হংকংয়ের স্বায়ত্তশাসনকে মৌলিকভাবে ক্ষুণ্ণ করে এমন একটি জাতীয় সুরক্ষা আইন পাস করার জন্য চীনের নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এত দিন ধরে তারা হংকংকে তারা যে সব সুবিধা দিয়ে আসছিল তা প্রত্যাহার করা হবে।


হংকং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য, প্রযুক্তি, শুল্কের ক্ষেত্রে বিশেষ সুবিধা পায়। আর এই সুবিধাগুলো পরোক্ষভাবে ভোগ করে চীন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চীন থেকে কিছু বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ, এছাড়া চীন ও হংকংয়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত