কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধামরাইয়ে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩০ মে ২০২০, ১১:৫২

ঢাকার ধামরাই করোনার নতুন হট স্পট হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। গত ৪৮ ঘণ্টায় আরও ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফফাত আরা নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ধামরাইয়ে এ পর্যন্ত ৯৯৩ জনের করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১০১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০১ জনের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং অন্যারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে সবাই ভাল অছেন বলে জানান তিনি।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, ধামরাইয়ে প্রথম দিকে করোনা শনাক্তের হার অনেক কম ছিল। সম্প্রতি সকলের অবাধে চলাফেরায় করোনা ব্যাপক হারে শনাক্ত হচ্ছে। প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও