কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত

আরটিভি প্রকাশিত: ৩০ মে ২০২০, ০৯:৩৮

বগুড়ায় নতুন করে একজন চিকিৎসক, ২ পুলিশ সদস্য ও ৫ কারারক্ষীসহ ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে। নতুন শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৫ জন।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) আরটি-পিসিআর ল্যাবে গেল ২৪ ঘণ্টায় মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।‌ ফলাফলে বগুড়ার ১৮০টি নমুনার মধ্যে ১৮ জনের , সিরাজগঞ্জের ৬টি নমুনার মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে ।

এছাড়াও একইদিনে গাইবান্ধার ২টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলোই পজিটিভ এসেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।‌

জানা গেছে, নতুন শনাক্ত বগুড়া জেলার ১৮ রোগীদের মধ্যে বগুড়া সদরে ১৫ জন এবং সারিয়াকান্দি, শাজাহানপুর ও দুপচাঁচিয়া উপজেলায় ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৩ জন। বগুড়ায় আক্রান্ত এই ১৮ রোগীর মধ্যে ১ জন চিকিৎসক ও তার ২ জন আত্মীয়, ২ পুলিশ কনস্টেবল এবং ৫ জন কারারক্ষী রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও